কাড়াবাল্লাহ বিদ্যানিকেতনকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহবান জানালেন ফখরুদ্দিন চৌধুরী
1 min readকানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নাধীন বহুল আলোচিত কাড়াবাল্লাহ বিদ্যানিকেতনকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার ডাক দিয়েছেন নবগঠিত এডহক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবী এবং বড়চাতল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব ফখরুদ্দিন চৌধুরী। আজ সীমান্তের আহবান কানাইঘাট উপজেলা প্রতিনিধির সাথে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
“জনাব ফখরুদ্দিন চৌধুরী সাহেবের কাছে কাড়াবাল্লাহ বিদ্যানিকেতন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই প্রতিষ্ঠান হচ্ছে অত্র এলাকার মানুষের গৌরব, এলাকার আপামর জনতা এই প্রতিষ্ঠান নিয়ে সপ্ন দেখছে যে, এখান থেকে তাদের সন্তানরা সুশিক্ষা অর্জন করে দেশ জাতির জন্য অগ্রণী ভুমিকা পালন করবে। এখান থেকে শিক্ষার্জন করে তাদের সন্তানগুলো আগামীর কান্ডারী হয়ে আত্মপ্রকাশ করবে। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ এই মুহুর্তে আমরা তিনজন লোকের হাতে তাদের আমানত অর্পিত করেছে। তাই আমরা তিনজন ব্যক্তি( আবুল কালাম সাহেব, এবাদুর রহমান ও আমি ফখর উদ্দিন চৌধুরী) কে এলাকার মানুষ নির্বাচিত করেছে। আমরা এসকল মানুষের সপ্ন বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। পাশাপাশি এই এলকার মানুষের বুকে লালিত সপ্নগুলো বাস্তবায়ন করিতে আমি মনে করি দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। অত্র এলাকার আপামর জনতা যদি আমাদেরকে সার্বিকভাবে আমাদের পাশে থাকে তাহলে আমরা আশ্বস্ত করতে পারি যে, এই প্রতিষ্ঠানকে আমরা সপ্নের ঠিকানায় পৌঁছাতে পারববো ইনশাআল্লাহ।
জনাব ফখরুদ্দিন চৌধুরী আরও বলেন আমরা তিনজনকে নবগঠিত এডহক কমিটির দায়িত্ব প্রদান করেছে অত্র এলাকার মানুষ। এলাকার মানুষ আমাদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছর তাতেই আমরা মুগ্ধ। এই মুহুর্তে তাদের আন্তরিকতাকে কাজে লাগানোই আমাদের প্রধান কাজ।
“কাড়াবাল্লাহ বিদ্যানিকেতন নিয়ে উনার ব্যাক্তিগত উদ্দেশ্য জানতে চাইলে ফখরুদ্দিন চৌধুরী বলেন, আমার ব্যক্তিগত কোন উদ্দেশ্য নেই। তবে এডহক কমিটি থেকে বাছাই করে যদি আমাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়, তাহলে আমার প্রথম কাজ হবে এই প্রতিষ্ঠানের সাথে আন্তরিকতা দেখাতে গিয়ে যারা একসময় ভিন্নভাবে জর্জরিত হয়েছেন, এবং যেসকল সমস্যা সংগঠিত হয়েছে তা দূরীকরণ। তারপর আমার প্লান থাকবে এই প্রতিষ্ঠানকে সিলেট জেলার একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলা। এবং বিশেষ করে যারা অসহায় শিক্ষার্থী আছে, তাদেরকে সর্বান্তক সহযোগিতা করে তাদের মেধাকে কাজে লাগিয়ে তাদের সপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া। এসকল বিষয়ের জন্য আমি সবসময় বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ।
সর্বশেষ ফখরুদ্দিন চৌধুরী বলেন, যদি আমি ছাড়াও অপর কাউকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব দেয়া হয় তবুও আমার কোন মন্তব্য নেই। কারণ আমি চাই যোগ্য ব্যক্তির পরিচালনার দ্বারা মানুষের সপ্ন বাস্তবায়ন হোক। যারাই এই প্রতিষ্ঠান পরিচালনার নেতৃত্ব দেবে, আমি ফখর উদ্দিন চৌধুরী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি, এবং এলাকার সবাইকে ও সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।
নিবেদক-
ফখর উদ্দিন চৌধুরী
সভাপতি পুর্ব বড়চাতল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
সদস্য কাড়াবাল্লাহ বিদ্যানিকেতন এডহক কমিটি। কানাইঘাট সিলেট।