এদেশ আমাদের, দেশের কল্যাণে আমরা কাজ করবো: আল্লামা কাসেমী
1 min readবেলায়াত হোসেন: ঈমান-আক্বিদাভিত্তিক বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নব-মনোনীত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, হেফাজতে ইসলামের ইতিহাস রয়েছে। দীনের হেফাজতে এই সংগঠনের কর্মীরা রক্ত বিসর্জন দিয়েছেন। এটা সকলের মনে রাখতে হবে, বুঝতে হবে। এদেশ আমাদের। আমরা আমাদের দেশকে ভালবাসি। আমরা দেশের কল্যাণে কাজ করে যাবো।
রোববার রাজধানীর বারিধারা মাদরাসায় নতুন মহাসচিবকে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বক্তৃতায় এসব একথা বলেন।
তিনি আরও বলেন, হেফাজতে ইসলামের সাবেক আমীর হযরত আল্লামা আহমাদ শফি (রাহ.) বিদায় নিলেও তাঁর উত্তরসুরী হিসেবে আমরা আজও বেঁচে আছি। আমরা আমাদের দেশকে ভালবাসি। আমরা আমাদের দেশের কল্যাণে কাজ করে যাবো। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কৌশলী হয়ে ঈমান-আক্বিদা ও দেশের শত্রুদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয় আল্লামা কাসেমীর দোয়ার মাধ্যমে। দোয়ায় হেফাজতের সফলতার জন্য দোয়া এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করা হয়।