আল্লামা কাসেমীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্র জমিয়ত বারিধারা ক্যাম্পাস শাখা
1 min readনুর হোসাইন সবুজ ;; হেফাজতে ইসলাম বাংলাদেশের নব নির্বাচিত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বারিধারা ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।
গতকাল (১৫ নভেম্বর) রবিবার রাত ৯টায় চট্টগ্রাম থেকে ঢাকা’র অন্যান্য নেতৃবৃন্দসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ঢাকার উলামায়ে কেরাম ও ছাত্র-জনতা নবনির্বাচিত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীকে বিপুল সংবর্ধনা দেয়।
এরপর বিমানবন্দর থেকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে হেফাজত মহাসচিবকে তাঁর বারিধারাস্থ কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো ছাত্র-জনতা হাত নেড়ে ও ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
বারিধারা পৌঁছার পর ছাত্র-জনতার সমাবেশে আল্লামা কাসেমী বক্তব্য দেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মুনাজাত করেন।
সম্বর্ধনা শেষে রাত সাড়ে ১১টায় আল্লামা নূর হোসাইন কাসেমীকে ছাত্র জমিয়ত বারিধারা ক্যাম্পাস শাখার নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ক্যাম্পাসের প্রধান জিম্মাদার মুফতী জাকির হোসাইন কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশ বারিধারা ক্যাম্পাসের সভাপতি মাওলানা মাহমুদ হাসান, সহ সভাপতি আহমদুল্লাহ আসেম, রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসাইন সবুজ, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান প্রমুখ।
জমিয়ত মহাসচিব ছাত্র নেতৃবৃন্দকে পড়াশোনায় মনোযোগী হওয়ার উপদেশ দেন এবং ছুটি বা অবসরকালীন সময়ে দাওয়াত-তাবলীগ ও দেশ-জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
তিনি ইসলাম, দেশ ও মানবতাবিরোধীদের বিষয়ে সতর্ক ও সোচ্চার থাকার কথাও ছাত্রবৃন্দকে বলেন।