১০নং পশ্চিম আলীরগাঁও ইউপি নির্বাচন; নৌকা প্রত্যাশী আব্দুল করিম
1 min readনিজস্ব প্রতিনিধি :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সাবেক অবিভক্ত ৫নং আলীরগাঁও ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল করিম।
তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশি৷ নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়তে চান।
তিনি প্রতিবেদককে জানান, ১৯৯৮ সাল থেকে ছাত্র রাজনীতি তথা ছাত্রলীগ করে আসছি। এখন মানুষ তরুণদের নেতৃত্ব চায়, তাই আমি একজন তরুণ হিসেবে এই এলাকার সর্বসাধারণের দোয়া ও ভালোবাসা এবং দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে লড়তে চাই। আর আমি আশাবাদী যে, দল আমাকে তার মূল্যবান নৌকা প্রতীক দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে সুযোগ করে দেবে।
তাই তিনি, সকলের সহযোগিতা চেয়েছেন এবং তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন।