সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে সম্মিলিত প্রতিরোধের ডাক দিলেন ফয়সল আলম
1 min readকানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নে বিগত একযুগ ধরে একের পর এক সন্ত্রাসী, রাহাজানি, খুনখারাপি ও নারী নির্যাতনের ঘটনা একের পর এক চাঙা হয়ে উঠছে! সর্বশেষ গত ৬ই নভেম্বর শুক্রবার রাতে এই ইউনিয়নের লোহাজুরি গ্রামের বৃদ্ধলোক নজরুল ইসলাম নজু মিয়া সন্ত্রাসী হামলায় নিহত হওয়াতে এলাকার সর্বমহল থেকে প্রতিবাদের ঢেউ উঠছে। ইউনিয়নের মানুষ নিজেদের বেঁচে থাকার সপ্ন নিয়ে আর্তনাদ করছে। এমনই সময় ইউনিয়নকে সন্ত্রাস মুক্ত করতে সর্বসাধারণকে এগিয়ে আসার আহবান জানালেন অত্র ইউনিয়নের কৃতিসন্তান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব ফয়সল আলম।
তিনি সীমান্তের আহবানের প্রতিনিধির সাথে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এক সময় আমাদের ইউনিয়ন নিয়ে আমরা অনেক গর্ব করতাম, এলাকার শান্তি প্রিয় মানুষ নিয়ে অনেক গর্বিত হতাম। কিন্তু চলমান সময়ে গুটিকয়েক লোকের কারণে আজ আমরা ক্ষতবিক্ষত! আমাদের ইউনিয়ন লজ্জিত! আমাদের বেঁচে থাকার অধিকার নিয়ে আমরা শঙ্কিত! একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা আর কোন সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করার মত বাকশক্তি নেই। সুতরাং ইউনিয়নবাসী আজই মাঠে নেমে আসুন, সন্ত্রাসমুক্ত সমাজ তথা ইউনিয়ন গড়তে সকলেই বদ্ধপরিকর হউন। না আগামী দিনে এই সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠবে।
তিনি বলেন, কানাইঘাট উপজেলা প্রসাসনের অনেক দক্ষতা রয়েছে, এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রসাসন তাদের শেষ পদক্ষেপ চালিয়ে নেবে বলে আমি আশাবাদী। পাশাপাশি প্রসানের সহযোগী হতে ইউনিয়নবাসী এগিয়ে আসতে হবে, ইউনিয়নের মানুষের জননিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে পাড়া-মহল্লায় সন্ত্রাস বিরুধি আন্দোলন বেগমান করতে হবে। এই আন্দোলনে ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী সহ সর্বস্তরের এগিয়ে আসতে হবে। নিজে বাঁচুন, অপরকে বাঁচান এবং সন্ত্রাসবাদ মুক্ত করতে অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করুন।
ফয়সল আলম
চেয়ারম্যান পদপ্রার্থী
১নং লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়ন কানাইঘাট, সিলেট।