মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিরুনি অভিযানে নোয়াখালীতে আটক ৩,
1 min readমোহাম্মদ দেলোয়ার হোসেন ;; নোয়াখালীর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পৃথক চিরুনি অভিযান চালিয়ে ইয়াবা, বিয়ার,হুইস্কি, ভদকা ও নগদ টাকাসহ বিভিন্ন ব্যান্ডের মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ৩টায় নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শনিবার ভোর রাতে সদর উপজেলার আইয়ুবপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা, ৩ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া ও নগদ ১ লক্ষ ৫হাজার দুইশত নব্বই টাকাসহ পারভিন আক্তারকে (২৫) গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন থেকে তার স্বামীর সাথে যোগসাজশে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তবে স্বামী নজরুল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এছাড়া একই দিন সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত সদর উপজেলার উত্তরলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে কনরেড ব্লাজুকে (৫৯) একটি বাগান বাড়ি থেকে ৫৫পিস ক্যান বিয়ার, বিভিন্ন ব্যান্ডের ভদকা হুইস্কি ৯ বোতল ও ৯ লিটার বিলাতী মদসহ আটক করা হয়। পরবর্তীতে একই এলাকার আব্দুল মতিনকে (৫৪) তার নিজ বসত বাড়ি থেকে বিভিন্ন ব্যান্ডের হুইস্কি ২০ বোতল ও ২০ লিটার বিলাতী মদসহ গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর আটককৃতদের সুধারম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই করা হবে।