প্রবাসী কল্যাণ মন্ত্রীর রোগমুক্তি কামনায় নিউজার্সির মসজিদে মসজিদে দোয়া
1 min readনিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু ;; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও তাঁর সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদের আশু রোগ মুক্তি কামনা করে শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা, নিউজার্সির প্যাটারসন সিটিতে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ৫টি মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রী ইমরান আহমদ ও তাঁর সহধর্মিণী ড. নাসরিন আহমেদের করোনা পজিটিভ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যুক্তরাষ্ট্রের নিউজার্সি বসবাসরত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মোঃ আনোয়ার সাহাদাত-এর ব্যক্তিগত উদ্যোগে নিউজার্সির প্যাটারসন সিটিতে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ৫টি মসজিদে আজ শুক্রবার বাদ জুমা ওই বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া মন্ত্রীর সহধর্মিনীর এর চারদিন আগেই করোনা শনাক্ত হয়।