জকিগঞ্জে ছাত্র জমিয়ত ভ্রাম্যমাণ মঞ্চ করে শানে রিসালত সম্মেন ও ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
1 min readজাবের আহমেদ ;; ১৩ই নভেম্বর শুক্রবার, ফ্রান্স সরকার কর্তৃক রাস্ট্রিয় ভাবে মহানবী সা. কে ব্যাঙ্গচিত্র প্রদর্শ করে অবমাননা করায় ‘শানে রিসালত ভ্রাম্যমাণ মঞ্চ’ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখা। সংগঠনেরর শাখা সভাপতি মাওলানা ফয়সল আহমদ এর নেতৃত্বে সকাল ১১টায় জকিগঞ্জ বাজার থেকে গাড়ির বিশাল বহর নিয়ে শাহগলি বাজার হয়ে মেইন রোড প্রদক্ষিণ ও সংক্ষিপ্ত পথসভা করে পুণরায় জকিগঞ্জ এম. এ. হক চত্তরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় মিলিত হয় হাজারো তৌহিদী জনতা। জকিগঞ্জ বাজার সহ আশপাশের অঞ্চল থেকে নবীপ্রেমিক, তৌহিদী জনতা জমায়েত হয় এম. এ. হক চত্ত্বর প্রাঙ্গণে। আলেম-ওলামা, মাদরাসার তালিবুল ইলম সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
জকিগঞ্জের শাহগলি বাজার, শাহবাগ বাসষ্ট্যান্ড, সড়কেরবাজার, আটগ্রাম ষ্ট্যন্ড, রতনগঞ্জবাজার, কালিগঞ্জ বাজার, শরিফগঞ্জ বাজার, বাবুরবাজার, ভরন বাজার সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতারা বক্তৃতা দেন। নেতারা মহানবী সা.কে রাষ্ট্রীয়ভাবে অবমাননা করায় ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, দূতাবাস বন্ধ, রাসুলের শানে বেয়াদবির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ফ্রান্সের সকল পণ্য বয়কটের জোর দাবি জানান।
এম. এ. হক চত্তরে প্রতিবাদ সভায় প্রধান অতিথির ভাষণে জকিগঞ্জ জমিয়তের সদস্যসচিব মাওলানা মুফতি মাহমুদ হুসাইন বলেন, ‘মহানবী সা.কে নিয়ে রাষ্ট্রীয়ভাবে অবমাননা করায় ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।’ আন্তর্জাতিক সংস্থা ‘ও আইসি’কে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দোকান থেকে ফ্রান্সের পণ্য ফেলে দেবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব।’ পাশাপাশি যারা রাসুলের শানে বেয়াদরি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন তিনি। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলেন এই নেতা।
প্রধান বক্ত্যা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্র নেতা হা: মাও: ফরহাদ আহমদ, তিনি বলেন নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করা এটি কোন রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন নয় বরং এটি সকল মুসলমানের ঈমানী আন্দোলন এই আন্দোলন আমরা আমাদের রাসূলের মহব্বতে তাঁর সকল দুশমনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এমনকি যদি রাসুলকে নিয়ে আমার পিতা-মাতা, বা ভাই-বোন অবমাননা করে তাহলে আমরা তার বিরুদ্ধে লড়াই চালিয় যাব, ছাত্রনেতা বলেন এই জকিগঞ্জ অতীতে রাকেশ রায় নামক একজন হিন্দু আমাদের রাসূলকে নিয়ে মন্তব্য করেছে কিন্তু তার কতটুকু শাস্তি হয়েছে যাতি তা পরিস্কার ভাবে জানতে চায়, দেশে আমরা হিন্দু বৌদ্ধ, অন্য ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করছি দেখে বাংলাদেশের কিছু লোক অন্যদেশে তাদের মাথা বিক্রিত কর আমাদের দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাই তাদেরকে শাস্তির আওতায় এনে হেফাজতের ১৩ দফার অন্যতম দাবি দুশমনানে রাসুলকে সর্বোচ্ছ শাস্তি প্রদানের উদাত্ত আহবান করেন প্রধান মন্ত্রির কাছে।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়ত সেক্রেটারি ছাত্র নেতা, মাওলানা লুকমান হাকিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাও: রায়হান উদ্দীন।
বক্তব্য রাখেন সিলেট কোতোয়ালি থানা জমিয়ত সেক্রেটারি মাও: হুমায়ুন কবির বাবর।বক্তব্য রাখেন
জকিগঞ্জ জমিয়তের সাবেক বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ ইমরান।
বক্তব্যরাখেন, উপজেলা জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সংবাদিক আগামি ইউনিয়ন নির্বাচনে ৬সুলতানপুর ইউনিয়নে জমিয়ত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কে,এম, মামুনুর রশিদ তাপাদার, সাবেক উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাও: জামিল আহমদ,
সাবেক জমিয়ত নেতা ফারুক আহমদ, জমিয়ত নেতা নাজমুল হুসাইন প্রমূখ।
বক্তারা বলেন, ‘নবীর ইজ্জত পুরো বিশ্বের মুসলিমদের চেয়ে দামি। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গোটা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা না চাইলে এর চেয়েও ভয়াবহ আন্দোলন গড়ে তোলা হবে। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও তাদের বয়কট করা মুসলিমদের ঈমানি দায়িত্ব।’
ফ্রান্স সরকার মুসলিমদের কাছে ক্ষমা না চাইলে কাফন পরে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন জমিয়ত নেতারা। এ সময় নবীপ্রেমিক তৌহিদি জনতা হাত তুলে এই আন্দোলনে নামতে ওয়াদাবদ্ধ হন।
দিনব্যাপী একর্মসূচীতে অংশগ্রহণ করেন জকিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ছাত্র জমিয়তের নেতাকর্মী, সমর্থক, এবং সর্বস্থরের তৌহিদী জনতা।