“রামুতে দক্ষ আনসার গড়ে তোলা হবে”
1 min readমোহাম্মদ ইউনুছ ;; কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে । গত ১২ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন কক্সবাজার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন। ৮ নভেম্বর গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলমান এ প্রশিক্ষণে কমান্ড্যান্ট সাইফুদ্দীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপে রামুর প্রতিটি গ্রামে দক্ষ আনসার বাহিনী গড়ে তোলা হবে। অত্যন্ত দূর্গম রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা এলাকায় চলমান এ প্রশিক্ষণে এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়াও প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের উপর মনোযোগ বৃদ্ধি পায় সে জন্য প্রশিক্ষণে বিভিন্ন কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ নির্দেশনা মুলক আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রামু উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট ফরিদুল আলম, উপজেলা আনসার কোম্পানির কমান্ডার এম আবু শাহমা প্রমুখ।