মিশিগান ককাসের সাবেক সভাপতি ইকবাল ফয়েজ স্বপনের বাবা আলহাজ্ব ফয়জুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক - Shimanterahban24
March 22, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

মিশিগান ককাসের সাবেক সভাপতি ইকবাল ফয়েজ স্বপনের বাবা আলহাজ্ব ফয়জুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

1 min read

শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) ;; বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস এর সাবেক সভাপতি ইকবাল ফয়েজ স্বপন এর পিতা সাবেক রেলওয়ে অফিসার, প্রবীণ মুরব্বি আলহাজ্ব ফয়জুর রহমান (৯০) গত ৩ নভেম্বর (মঙ্গলবার) তার ছোট ছেলে অতিরিক্ত জেলা জজ সাব্বির ফয়েজ রিপনের ঢাকা শহরের বাসায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা পরদিন ৪ নভেম্বর (বুধবার) বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস এর সাবেক সভাপতি ড. নাজমুল হোসেন সাহিন, বর্তমান সভাপতি মোহিত মাহমুদ ও নেতৃবৃন্দ, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর সভাপতি জাভেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী ও নেতৃবৃন্দ, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি এন ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন সোলায়মান ও নেতৃবৃন্দ।
তারা মরহুমের রুহের মাগফেরাত ও তিনি যেন জান্নাতবাসী হোন মহান রাব্বুল আলামিনের কাছে দোয়াও কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.