বড় কোন মনীষী নয়; আমি খুকী আপার মত মানুষ হতে চাই
1 min read[কাকলী আক্তার মৌ]
আমি আমার ব্যক্তিগত জীবনের গল্প বলি শোন, জন্ম নেয়ার পরে যখন বোধ-জ্ঞান হতে থাকে তখন থেকেই বিদ্যা অর্জনের জন্য হন্য হয়ে ক্রমে ক্রমে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় কদম রেখে শিক্ষা নিতে থাকি; জীবনে বড় হওয়ার স্বপ্ন নিয়ে।
প্রত্যেক শিক্ষা গুরু মনপ্রাণ উজাড় করে শিক্ষা দিতে থাকেন আর তারা সবাই সদা একটা কথাই বলতেন, তোমাকে ভাল নম্বর পেয়ে
পাশ করতে হবে,স্টার মার্ক পেয়ে বোর্ড স্ট্যান্ড করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে।
আমিও সেই চক্রে আটকে সেই লক্ষ্যে চলতে শুরু করি, সেই চলার পথে বিসর্জন দেই অনেক কিছু; তার মধ্যে অন্যতম হল মানবিকতা, বিবেকের মূল্যবোধ আর চির সঙ্গী করে নেই অন্যকে পিছনে ফেলার প্রতিযোগীতা ও রেষারেষি মনোভাবকে।
বিসর্জনের প্রেক্ষিতে অবশেষে সনদপত্রের জোরে বড় কর্তা হয় যাই ঠিকই কিন্তু হারিয়ে ফেললাম মানবতা, মানবিকতার মূল্যবোধকে।
হারিয়ে যাওয়া মানবতাকে অবশেষে
আমি খোঁজে পেয়েছি রাজশাহীর ঐ দরিদ্র পত্রিকার
হকার খুকী আপার মাঝে। আমার মত সুশীল যাকে পাগল বলে ডাকে। তাঁর মানবতা,দান-দক্ষিণা, চিন্তা চেতনায় আমি মুগ্ধ।
তার চিন্তা চেতনা এতটাই পবিত্র যে,নতুন করে আর কি বলব?
তিনি প্রতিদিন পত্রিকা ফেরী করে ৩০০ টাকা আয় করেন, তার মধ্য থেকে খাবার ও হজ্জের জন্য ১৪০ টাকা রেখে বাকি টাকা এতিমখানা, মসজিদ ও ভিক্ষুকদের দান করে দেন; যা আজও অব্যাহত আছে। ৬ জন গরিব মহিলাকে সেলাই মেশিন ও ৩ জন দরিদ্র বিধবাকে গাভী কিনে দিয়েছেন; যদিও তিনি নিজেও দরিদ্র।
ভাবছি এমন যদি হত, যদি প্রত্যেকটা স্কুল-কলেজের মধ্যে খুকী আপার মত মানুষকে খোঁজে এনে “মানবতা-মনুষত্ব” বিষয়ক শিক্ষক নিয়োগ দেয়া হত তাহলে আমার মত মানুষ শিক্ষিত হওয়ার সাথে সাথে মানবতাবাদী-মনুষত্বের উপাদানে ভরপুর হয়ে মানুষ হতে পারতাম।
আমি বিনম্র স্যালুট জানাই সমাজের ঐ সকল খুকী আপাদের যাদের আচরণে মানবতা আজো টিকে আছে।
সুশীল সমাজের সবার কাছে আমার বিনীত অনুরোধ,আমরা কি পারি না, সকলে মিলে রাজশাহীর ঐ খুকী আপাকে হজ্জে পাঠাতে?
তাঁর অদম্য ইচ্ছাটা পূরণে সঙ্গী হতে?
আমি ঘুমন্ত কবি,নির্বাক ছবি-
Kakoli Akther Mou