সিরাজগঞ্জে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১
1 min readমোঃ মনিরুল ইসলাম :: সিরাজগঞ্জ জেলার সদর থানার খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল এক অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জয়পুরহাট হতে ঢাকাগামী ১টি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-১৪-৬১৬৬) তল্লাশি চালিয়ে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ ঝালকাঠি জেলার নলছিটি থানার বৈশাখীয়া গ্রামের মৃত মর্তুজ আলী হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার(৪২) নামের ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেন। এ সময় তার নিকট থেকে ১টি মোবাইল, ১টি সিমকার্ড ও নগদ ১৫০০ টাকা উদ্ধারসহ উক্ত কাভার্ড ভ্যান টি জব্দ করা হয়। পরে আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।