জামিয়া দারুল কুরআন সিলেট’র আত তাওহীদ কর্তৃক ষষ্ঠতম সাপ্তাহিক সেমিনার অনুষ্ঠিত
1 min readহারুনুর রশীদ ;; জামিয়া দারুল কুরআন সিলেট এর আত তাওহীদ ছাত্র সংসদ এর ষষ্ঠতম সাপ্তাহিক সেমিনার আজ ১২/১১/২০ইং, রোজ বৃহস্পতিবার জামিয়ার ছাত্র সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আত তাওহীদ ছাত্র সংসদ এর মুহতারাম সভাপতি হযরত মাওঃ রায়হান উদ্দীন সাহেব দাঃ বাঃ এর সভাপতিত্বে ও তাকমিল ফিল হাদীসের মেধাবী ছাত্র হাফিজ মাসুম খাঁন ও আসাদুজ্জামান এর পরিচালনায়
সেমিনারের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মুতাওয়াসসিতাহ ২য় বর্ষের ছাত্র হাফেজ ইয়াহইয়া আহমদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়ার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস, হযরত মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের তালিবুল ইলমরাই হবে আগামিদিনের রাহবার।
আজকের সেমিনারে ধার্য্যকৃত বিষয়বস্তু ★সময়ের মূল্য ও এশক্বে রাসুল সাঃ সম্পর্কে বক্তব্য রাখেন জামিয়ার তাকমিল ফিল হাদীসের ছাত্র মুহাম্মাদ রেজাউল মাহমুদ, মিশকাত জামাতের ছাত্র নুর আহমদ, ইয়াসিন আরাফাত, রইসুল ইসলাম রাসেল প্রমুখ।
এছাড়াও মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও হামদ্-না’ত, ইসলামি সংগীত পরিবেশন করেন বিভিন্ন ক্লাসের ছাত্র ভায়েরা।
শেষ অধিবেশনে আত তাওহীদ ছাত্র সংসদ এর মুহতারাম সভাপতি হযরত মাওলানা রায়হান উদ্দীন সাহেব দাঃ বাঃ এর সমাপনী বক্তব্য ও দো’আর মাধ্যমে আজকের সাপ্তাহিক সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।