জাতীয়ভাবে ফরাসী পণ্য বয়কট করতে হবে; বিয়ানীবাজারে হেফাজতের বিক্ষোভ থেকে
1 min readবিয়ানীবাজার প্রতিনিধি ;; ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফরাসী পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বেলা ৩ ঘটিকা হতে শুরু হওয়ার কথা থাকলেও
দু ঘটিকা হতে দক্ষিণ বিয়ানীবাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে শুরু হওয়া সমাবেশে যৌথ পরিচালনা করেন মাওলানা অাব্দুল মালিক কাসিমী, দিলাওয়ার হোসাইন, শরীফুল হাসান ও মনজুরুল হাসান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হেফাজত সভাপতি শায়খ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা হেফাজত নেতা শায়খুল হাদীস মুফতী মুজিবুর রহমান বলেন’ ফ্রান্সের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
তিনি আরো বলেন’
সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
স্বাগত বক্তব্যে রায়হান অাহমদ সভায় অাগত সকলের কৃতজ্ঞতা জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত নেতা শামসুদ্দিন বানীগ্রামী, আসাদ উদ্দীন আল মাহমুুদ, আব্দুল খালিক কাসিমী,ভাইস চেয়ার মুফতী শিব্বির আহমদ, ফরহাদ আহমদ, আব্দুলাহ আল মামুন সহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খ আব্দুশ শহীদ, মাওলানা আব্দুল হাফিজ শমসেরনগরী,মাওলানা ফয়যুল হাসান খাদিমানী,মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা আব্দুল খালিক, ডা: শিব্বির আহমদ সুহেল, বিশিষ্ট ব্যবসায়ী সফিক মিয়া, মাওলানা আব্দুল হামিদ খান, মাওলানা কালিমুল্লাহ ফাহাদ,মারুফুল হাসান, সাহেদ আহমদ,হাফিয আব্দুলাহ,সুহাইল আহমদ,ওয়াহিদুর রহমান, হিফজুল আমীন খান,জাকারিয়া বকর,মকবুল হোসেন,মামুন আহমদ,আশরাফুল ইসলাম খালেদ চৌধুরী , রায়হান আহমদ, ফয়সল আহমদ,আবুল কালাম,আবু সাইদ, আব্দুল কাদির জাফর, জয়নুল ইসলাম জুমন,হাফিয সালমান আহমদ,আব্দুল কাদির রিপন,তারেক আহমদ,জাহেদ আহমদ,আবু সাইদ বুরহান, রেদোয়ান আহমদ,আব্দুল্লাহ রাহাত,হা: লুকমান আহমদ,হা:এবাদ,হা:সালাহউদ্দিন, সাখাওয়াত,মাহবুব,হাঃ সালমান,শুয়াইব আহমদ,আব্দুল ওয়াদুদ, মনসুর আহমদ, আব্দুল হালিম,নাজমুল ইসলাম সহ সর্বস্তরের তৌহিদী জনতা
বিক্ষোভ সমাবেশ শেষে বাদ আসর প্রতিবাদ মুখর হেফাজত কর্মীরা দক্ষিণ বিয়ানীবাজার থেকে বিশাল মিছিল বের করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে প্রবীন অালেম শায়খ ফারুক আহমদ সাহেবের দুঅার মাধ্যমে সমাপ্ত হয়।