সুবর্ণচরে চরজব্বার থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
1 min readমোহাম্মদ দেলোয়ার হোসেন ;; ‘নিরাপদ সমাজ গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” স্লোগানকে সামনে রেখে অপরাধ নিবারণে সচেতনতা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুবর্ণচরে।
মঙ্গলবার ১০ অক্টোবর বিকেল ৩ টায় সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ১ নং বিট পুলিশ, চরজব্বার শাখা।
চরজব্বার থানার (ওসি তদন্ত) মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ১নং বিট পুলিশ অফিসার এসআই সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী হাতিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক, চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন, চরজব্বার ইউনিয়ন চেয়ারম্যান তরিক উল্যাহ(বিএসসি), নিজেরা করি কর্মসূচী সংগঠক লাকি আক্তার বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল হোসেন.উপস্থিত ছিলেন.শিক্ষক সাংবাাদিক ও সূশীল সমাজের প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ .বক্তাগন বলেন পুলিশ জনগনের বন্ধু জনগনের টেক্সয়ের টাকায় পুলিশের বেতন চলে.জনগনের কাজে সহযোগিতা করা বিট পুলিশিং কাজ.সুবর্ণচরে যে কোন স্হানে খুন, ধর্ষন, ,নারী নির্যাতন,বাল্য বিয়ে,ডাকাতি,চুরি,দেহ ব্যবসা,ইয়াবা,মদ গাজাঁ ব্যবসা ও নারী নির্যাতনের মত ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশে খবর দিন।পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে উপস্হিত হবে আইনগত ব্যবস্থা নিবে।আর আপনার ঘর থেকে ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রতিদিন সন্ধ্যায় খবর নিন. আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কি করছে .এগুলো খেয়াল করলে এলাকায় অপরাধ প্রবনতা অনেক কমে যাবে বলে মন্তব্য করেন বক্তারা.তাহলে সরকারের এই বিট পুলিশিং কার্য্যক্রমে সুুুুফল জনগন পাবে।