ফ্রান্সের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক; রেঙ্গা মাদ্রাসার বিক্ষোভ মিছিল থেকে হুশিয়ারি
1 min read
আবু তালহা তোফায়েল :: সম্প্রতি ফ্রান্সের একটি স্কুলে অবমাননা করা হয় বিশ্বনবি সা. কে। এরপর হত্যা করা হয় অবমাননাকারী বেয়াদব শিক্ষককে। এ ঘটনায় ফ্রান্সজুড়ে বিরাজ করছে চরম অস্থিরতা। ফ্রান্সের সরকার ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয়ভাবে এ অবমাননা বৈধতা দেয়ার চেষ্টা করছে। ফ্রান্সের সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদো এঁকেছে প্রিয় নবির সা. ব্যঙ্গকার্টুন। এসব নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে বিশ্ব মুসলিমের হৃদয়ে। বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিশ্বজুড়ে। পিছিয়ে নেই বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। বিশ্বনবির অবমাননায় উত্তাল সারাদেশ। এরই ধারাবাহিকতায় আজ ১১ নভেম্বর (বুধবার) সিলেটের বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা উদ্যোগে অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মোগলাবাজার ত্রিমুখা পর্যন্ত এবং সেখান থেকে মোগলাবাজার ফিরে মোগল মার্কেটে এসে সমাপ্ত হয়।
এসময় বক্তারা বলেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের হৃদয় রাজ্যের বাদশাহ। প্রিয় নবির সা. জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না মুসলিম জাতি। কুরবান করে দিতে পারেন নিজের বাবা-মায়ের জীবন। সব কিছুর বিনিময়ে হলেও বিশ্বনবির সা. সম্মান রক্ষায় প্রস্তুত বিশ্ব মুসলিম। আমরাও আমাদের স্থান থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। বাক স্বাধীনতার নামে আমাদের নবী বিশ্ব শান্তির অগ্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সা.কে ব্যঙ্গচিত্র করে ফ্রান্স সরকার পৃথিবীর ২’শ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে, এই আঘাতের প্রতিদান তাকে দিতেই হবে। তাই আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্টভাবে বাংলাদেশ সরকারের কাছে দাবী জানাচ্ছি যে, ফ্রান্সের দূতাবাস ও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে, রাসূলের দুশমনদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। বাংলাদেশের সাথে ফ্রান্সের কুটনৈতিক সম্পর্কসহ সবধরণের সম্পর্ক ছিন্ন করতে হবে।
বক্তারা আরও বলেন যে, সম্প্রতি নাস্তিক মুরতাদরা আবারও ঘুরে দাঁড়াতে পায়তারা চালাচ্ছে, তারা ফ্রান্সের এজেন্ট বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমরা কঠোর হুশিয়ারি বার্তা দিচ্ছি, বাকা পথে হেটে আমাদেরকে বাকা করার চেষ্টা করবেন না। নইলে পরিমাণ ভালো হবে না। ইসলাম ও মুসলমানদের নিয়ে ছিনিমিনি করা এতটা সহজ নয়। তাই সম্প্রতি সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাড়াতে যাবেন না।
মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শাহ ইকবাল বিন হাশিম সুনামগঞ্জীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস তালিব উদ্দিন শমসেরনগরী, মুহাদ্দিস ফয়জুর রহমান মুহাম্মদপুরী, বরাইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ নুরুল ইসলাম, রেঙ্গা মাদ্রাসার শিক্ষক আহমেদ কবির খলিল, বাংলাদেশ আঞ্জুমানে তালীমুল কোরানের সেক্রেটারী এমদাদুল হক নোমানী, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাফিজ রফিকুল ইসলাম, মাসুক আহমেদ, মাওলানা কবির আহমদ খান, রুহুল আমিন প্রমুখ।
মিছিলের পূর্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাদ্রাসার ছানী শায়খুল হাদীস নজির আহমদ আহমদ জিঙ্গাবাড়ি, মাদ্রাসার নাজিমে তালিমাত ও মুহাদ্দিস গোলাম মোস্তফা প্রমুখ।