পটিয়ায় জাতীয় পার্টির গণতন্ত্র দিবস পালিত
1 min readসেলিম চৌধুরী ;; পটিয়ায় জাতীয় পার্টি গনতন্ত্র দিবস পালন করছে। ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে পটিয়া দলীয় কার্য়ালয়ে উপজেলা ও পৌরসভা জাপার য়ৌথ উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা জাতীয় পার্টি আহবায়ক মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক শামসুল আলম মাষ্টার। পৌরসভা জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এর সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহবায়ক যথাক্রমে আবদুস সাক্তার রণি, মোহাম্মদ মিয়া চৌধুরী, কমিশনার নুরুল ইসলাম , উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, বক্তব্য রাখেন ডাঃ খোরশেদ আলম, দিপু মেম্বার,প্রবাসী বদিউল আলম, কৃষক পার্টি জেলার সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবসংহতির নেতা দুলা মিয়া মেম্বার, দিদারুল আলম, রুপেশ সরকার, জালাল আহমদ, মোরশেদ আলম, মোঃ জাফর, ছাএনেতা রবিউল হাসান, মোঃ সাফি, মোঃ আকাশ, শুভ, রাফি এম নুরুল আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম মাষ্টার আওয়ামীলীগ- বিএনপি শাসন আমলে গনতন্ত্র চেয়ে এরশাদের শাসনামলে গনতন্ত্র হাজার গুন ভালো যে কারণে শহীদ হয়েছেন নূর হোসেন
আশা আকাঙ্খা জাতীী পুরণ হয়নি তিনি নুর হোসেন এর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, যে আশা নিয়ে নূর হোসেন আত্মদান করেছে, সেই প্রত্যাশা পূরণ হয়নি। শামসু মাষ্টার বলেন, নূর হোসেন হয়তো চেয়েছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর শাসনামলের গণতন্ত্রের চেয়ে আরো ভালো গণতন্ত্র পাবে দেশ কিন্তু
দেশের জনগণের সে আশা প্রত্যাশা পুরণ হয়নি। তাই আগামী যে কোন নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।