জৈন্তাপুর উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
1 min readজুনায়েদ আহমদ, জৈন্তাপুর থেকে : জৈন্তাপুর উপজেলায় নানান কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ বুধবার (১১ নভেম্বর) বেলা ১ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দীনের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শাহীন আহমদের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অপরাজনীতি, দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে রাজপথের লড়াই-আন্দোলন, ১/১১ পরবর্তী অসাংবিধানিক সরকার কর্তৃক দেশরত্ম শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস এবং দেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র মোকাবিলায় সব অত্যাচার নির্যাতন উপেক্ষা করে সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেছে যুবলীগ।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য দক্ষ ও যোগ্য যুবশক্তি তৈরি করতে হলে মেধা ও মননভিত্তিক রাজনৈতিক চর্চার কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের যুবশক্তিকে যুগোপযোগী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন ২০৪১ সফল করার প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে যুবলীগের বর্তমান নেতৃত্ব মেধা ও মননের চর্চা অব্যাহত রাখবে।
আলোচনা সভা শেষে কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ,সদস্য হেলাল আহমদ, যুবলীগের সিনিয়র সদস্য,এবাদুর রহমান, সুমন আহমদ, বাদশা মিয়া,মোতাহের হোসেন শিমুল,সাইফুল ইসলাম বাবু, নিক্সন রায়,নছির আহমদ, সুলতান মাহমুদ টিটন,আব্দুল কাইয়ুম, নজির আহমদ, যুবলীগ নেতা প্রণত কান্ত দেব, জাহিদুল ইসলাম, রুবেল আহমদ, ছাত্রনেতা কিবরিয়া, ইমন,চঞ্চল প্রমুখ।