এসএমপি কমিশনার বরাবর স্মারকলিপি দিলো কাকুয়ারপার গ্রামবাসী
1 min readসিলেট :: সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের কাকুয়ারপার এলাকার চিহ্নিত মামলাবাজ মন্নান ড্রাইভারের স্ত্রী অজিফা বেগমের বিরুদ্ধে নবনিযুক্ত পুলিশ কমিশনারের হাতে স্মারকলিপি দিয়েছন কাকুয়ারপার গ্রামবাসী ।
গতকাল সোমবার (৮ নভেম্বর) বুধবার সিলেট এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষে শাহেদ আলী খান নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ হাতে স্মারকলিপি তুলে দেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য শেষে উন্মুক্ত আলোচনায় প্রথমেই বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সদস্য নাজিম উদ্দিন ইমরান।
তার বক্তব্যে অভিযোগ করেন তার নির্বাচিত এলাকার কাকুয়ারপার গ্রামে অজিফা নামে একজন মহিলা আছেন যিনি গ্রামের একের পর এক কারনে অকারণে মামলা দিয়ে থাকেন।তার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী।
তার বক্তব্যের পরপরই গ্রামবাসীর পক্ষে পঞ্চায়েত কমিটির যুগ্ম সম্পাদক শাহেদ আলী খান এলাকাবাসীর গণস্বাক্ষর করা স্মারকলিপি পুলিশ কমিশনার এর হাতে তুলে দেন।
এসময় পুলিশ কমিশনার অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে নিরপেক্ষ তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নিবেন বলে গ্রামবাসী সহ ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান কে আশ্বস্ত করেন।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাকুয়ারপার পঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আশ্রব আলী,সহ সভাপতি উস্তার আলী মটর,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সোহাগ, কোষাধ্যক্ষ উস্তার আলী,সহ কোষাধ্যক্ষ শিশির কুমার দেব,দপ্তর সম্পাদক লিটন কুমার দেব,এলাকার বিশিষ্ট মুরুব্বি আফরোজ আলী,প্রমুখ।