আনন্দ মিছিল দিয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানালো আনিসুল মোস্তফা আনিস
1 min readশাহেদ হোছাইন মুবিন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
দীর্ঘ ৬ বছর পর নতুন ভাবে গঠিত হয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি। নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়ে উখিয়া উপজেলা সাবেক উপ শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক ছাত্রলীগ নেতা আনিসুল মোস্তফা আনিসের নেতৃত্বে উখিয়ার কুতুপালং বাজারে এক বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে কুতুপালং বাজার স্টেশনে উখিয়া উপজেলা থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের শত শত নেতৃবৃন্দের উপস্থিতিতে আনন্দ মিছিল সম্পন্ন হয়।
আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নরুল হক খান,রাজা পালং ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বেলাল, উখিয়া উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাব্বি,রাজা পালং ইউনিয়ন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন সেলিম, কুতুপালং ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক জুয়েল, একরাম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।