“অসংক্রামক রোগের ঝুঁকি মোকাবেলায় শিক্ষকদের ভূমিকা” শীর্ষক ওরিয়েন্টেশন
1 min readনিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট ;; সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ে ” অসংক্রামক রোগের ঝুঁকি মোকাবেলায় শিক্ষকদের ভূমিকা “শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে।
জাপান পররাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থায়নে, এনসিডিসি কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায়, এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক -এর উদ্যোগে ও ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়।
উক্ত ওরিয়েন্টেশনে অসংক্রামক রোগের চারটি ঝুঁকি (ত্রুটিপূর্ণ খাদ্যাভাস, কায়িক পরিশ্রম কম করা,তামাকজাত দ্রব্য গ্রহণ, আর্সেনিক দূষিত পানি পান/ মদ্যপান) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য দিতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোলেমান উদ্দীন বলেন, বর্তমানে আমরা লক্ষ করছি অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, হাঁপানী, স্টোক, হার্ট এ্যাটাক এই সব রোগ গুলো বেড়ে যাচ্ছে। তবে আমরা এটা জানতাম না যে চারটি রিক্স ফেক্টরের কারনে এই সব রোগে আমরা আক্রান্ত হচ্ছি। যে জ্ঞান আমরা এখান থেকে অর্জন করলাম তা আমরা আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক, পরিবার, এবং এলাকাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো।এবং এই ধরনের প্রোগ্রাম গোয়াইনঘাটের আরও শিক্ষাপ্রতিষ্ঠানে করার জন্য আমি এসিয়া আর্সেনিক নেটওয়ার্কে বিশেষ ভাবে অনুরোধ করছি।
ওরিয়েন্টেশনে মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন এসিয়া আর্সেনিক নেটওয়ার্কের হেলথ কেয়ার ডাটা সুপারভাইজার মো: মোফাজ্জেল হোসেন লিমন এবং ওরিয়েন্টেশনটি সঞ্চালনা করেন এসিয়া আর্সেনিক নেটওয়ার্কের গোয়াইনঘাটের চলমান প্রকল্পের প্রতিনিধি মধুসূদন দে।