শান্তি দ্বীনের ঝান্ডা
1 min read[কাকলী আক্তার মৌ]
শান্তি দ্বীনের ঝান্ডা
নয় যে এতো ঠান্ডা।
ফুৎকারেই নিভে যাবে,
বাম-সাম পাগল মিলে।
সন্ধ্যা কালে মশাল জ্বেলে,
ঠান্ডা করে দিবে।
উগ্র মিজাজ চিৎকার ভরে
প্রতিহিংসার উচ্চ সুরে,
কুঘ্রাণ বীজ বুণে
হাজার বীরের হস্ত কেঁটে,
ছোড়া মেরে পিছন পিঠে
ছুড়ে ফেলবে কোনে।
দ্বীনের সকল জাগ্রত বীর
শান্তিকামী সদা উঁচু শির,
অকুতোভয়ে হাঁটে
নাঙ্গা অস্ত্র হাতে নিয়ে-
মাথায় কাফন গুজে দিয়ে,
রণ ময়দানে ছুটে।
ধৈর্য ধরে আছে সয়ে
নাস্তিক ভাবে আছে ভয়ে,
নীরবতার ঢালে,
ধৈর্যের বাঁধ ভাঙবে যখন
ধ্বংস-প্রলয় হবে তখন,
নিঃশেষ হবে মূলে।
শান্তিকামী দ্বীনের বীর
বুণে চলেছে দ্বীনের নীড়
ঈমানেরই জোরে,
প্রতিহিংসায় ভরলে ভুড়ি
পিছন দিকে মারলে ছুড়ি
রেখে দিবে চিরে।
সাবধান হয়ে কাফির চল
প্রতিহিংসা নাহি বল
চামড়ার ঐ মুখে,
মুমিন কূলের বীর জেগেছে-
রণ সাজে সব সেজেছে,
চেপে বসবে বুকে।
আমি ঘুমন্ত কবি,নির্বাক ছবি
Kakoli Akther Mou