মানবতার বন্ধন গ্রুপের পক্ষ থেকে দিরাই জামেয়ায় নাম ফলক উপহার
1 min readআবুল হাসনাত শিহাব ;; দিরাই উপজেলার জনপ্রিয় অনলাইন সামাজিক সংগঠনের অন্যতম সংগঠন “মানবতার বন্ধন গ্রুপ দিরাই (MBGD)” এর পক্ষ থেকে আজ ‘দিরাই জামেয়া হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রার’ জন্য একটি নাম ফলক উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার মুহতামিম আব্দুল কাদির সাহেব,মুহাদ্দিস ফখরুল ইসলাম সাহেব,নাযিম সাহেব ও মাদ্রাসা শিক্ষক বশির আহমদ সাহেব এবং অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নোমান আহমদ সাহেব (ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান,দিরাই)
আরও ছিলেন “মানবতার বন্ধন গ্রুপ দিরাই (MBGD)” এর সম্মানীত পরিচালক: মেহেদী হাসান চৌধুরী,মাহমুদুল হাসান রাহিম,ইশফাক সরদার ও নাজমুল জয় প্রমূখ।