নোয়াখালীতে ডাক্তারের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ
1 min read
নিহত মো.আইমান, চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের বিমপুর গ্রামের আমজাদ বেপারী বাড়ির সিএনজি চালক মো.সুজনের ছেলে।
নিহতের পরিবার অভিযোগ করেন, গত ৩দিন আগে নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে আইমানকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে কর্তব্যরত ডাক্তার এসে রোগীকে দেখে রোগীর স¦জনদের জানিয়ে ছিলেন রোগীর অক্সিজেনের প্রয়োজন আছে। রোগীর স্বজনেরা একাধিকবার হাসপাতালের কর্তব্যরত একাধিক ডাক্তার, নার্সের কাছে জানতে চেয়ে ছিলেন হাসপাতালে অক্সিজেন আছে কিনা। কিন্ত হাসপাতাল কতৃপক্ষ এ ব্যাপারে তাদেরকে কিছুই জানায়নি। এরপর দুপুর পৌনে ৩টা পর্যন্ত কোন ডাক্তার নার্স ওই রোগীকে একবারের জন্যও দেখতে আসেননি। দুপুর পৌন ৩টার দিকে কর্তব্যরত ডাক্তার, নার্স জানান তাদের হাসপাতালে কোন অক্সিজেন নেই। পরে দুপুর ৩টার দিকে রোগীর অবস্থা বেশি সংকটাপন্ন হলে রোগীর শয্যা পাশে একটি অক্সিজেন সিলিন্ডার লাগানো হয়। ততক্ষণে ডাক্তার, নার্সের অবহেলায় অক্সিজেনের অভাবে ওই শিশুর মৃত্যু হয়।
এ বিষয়ে একাধিকবার চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহত শিশুর সুরতহাল করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।