ট্রাফিক শৃঙ্খলা ও চালকদের সচতেনতামূলক মতবিনিময় সভা
1 min readমোঃ আব্দুল্লাহ :: আজ ০৯ নভেম্বর (রবিবার) সকাল ১১ ঘটিকার সময় হরিপুর বাজার বাস স্ট্যান্ডে জৈন্তাপুর ট্র্রাফিক পুলিশের আয়োজনে ট্রাফিক শৃঙ্খলা ও চালকদের সচতেনতা মূলক মতবিনিময় সভা এটিএসআই দীপঙ্কর পালের পরিচালনায় টি আই ডিএম মারিকুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহসীন আলী অফিসার ইন্চার্জ জৈন্তাপুর মডেল থানা, আব্দুর রশিদ চেয়ারম্যান ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক ৫নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগ এসআই আজিজুর রহমান, পলাশ গোয়ালাস হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দসহ ট্রাক-বাস-লেগুনা সিএনজিও সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল হরিপুর বাজারে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।