ডোমারে ট্রাকটরের চাপায় যুবক নিহত
1 min read
নীলফামারী প্রতিনিধি ;; জেলার ডোমারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আজিজুল ইসলাম বাবু(২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের বড় রাউতা দেবীরডাঙ্গা নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু বড় রাউতা মুজাল পাড়ার মোঃ শমসের আলীর একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে বাড়ী থেকে মোটর সাইকেল যোগে কাজের জন্য ডোমারে যাচ্ছিলেন বাবু এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর দেবীরডাঙ্গা নামকস্থানে মোটরসাইকেল আরোহী বাবুর মোটরসাইকেলে ধাক্কা মারলে মাটিতে লুটিয়ে পরে বাবু। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। গত ছয় মাস আগে নিহত বাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।