জামিয়া মাদানিয়া বিশ্বনাথের দোয়া মাহফিল সম্পন্ন
1 min readহাসান বিন ফাহিম :: আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ. এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ সিলেটের ৭ তলা বিশিষ্ট শিক্ষাভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।ক্বওমী মাদরাসা বোর্ড আযাদ দ্বীনি এদ্বারার সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা নূর হুসাইন ক্বাসিমী। এতে তিনি বলেন, বস্তুবাদী শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। শুধু বস্তুবাদী শিক্ষা জাতির জন্য ক্ষতিকর, তার সাথে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। বিস্তারিত –
https://m.facebook.com/story.php?story_fbid=2485290151771114&id=100008704607693
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন হকের পথে যত বাঁধাই আসুক, আলেমগণ তা প্রতিরোধ করবেই। বিস্তারিত –
https://m.facebook.com/story.php?story_fbid=2485336875099775&id=100008704607693
ইসলামবাগ মাদরাসা,ঢাকার মুহতামীম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। জামিয়া হুসাইনিয়া আরজাবাদের মুহতামীম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ক্বাসিমী। তিনি বলেন, দারুল উলুম দেওবন্দের অনুসারীরা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা পৃথিবীর বুকে অন্য কোনো ইউনিভার্সিটি বা জামেয়ার এমন নজির নেই। এটা দারুল উলুম দেওবন্দের ঐতিহ্য। বিস্তারিত-
https://m.facebook.com/story.php?story_fbid=2485406188426177&id=100008704607693
ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতী নাসির উদ্দীন খান,মাওলানা হাফিজ তাফহিমুল হক প্রমূখ।
জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান বানিয়াচংগী,জামিয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান,দক্ষিণকাছ মাদরাসা,সিলেটের শায়খুল হাদীস মাওলানা শাহ ফরিদ আহমদ,মীরেরচর মাদরাসার মুহতামীম শায়খ ওয়ারিস উদ্দীন,নির্বাহী মুহতামীম মাওলানা সামছুল ইসলাম,দক্ষিণকাছ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শাহ ফরিদ আহমদ,জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সাবেক মুহতামীম মাওলানা জহির উদ্দীন আহমদ,গলমুকাপন মাদরাসার মুহাদ্দীস মাওলানা ইমাম উদ্দীন,দয়ামীর মাদরাসার মুহতামীম মাওলানা মুশাহিদ দয়ামীরি,জামিয়া গহরপুরের মুহতামীম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, রাজনীতিবিদ মাওলানা খলিলুর রহমান,মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী,মাওলানা নজরুল ইসলাম,ফরিদাবাদ সিলেটের মুহতামীম মাওলানা হাফিজ ফখরুজ্জামান,দারুল হুদা সিলেটের মুহতামীম মাওলানা মুজিবুর রহমান ক্বাসিমী,জামিয়া মুহাম্মদিয়া বিশ্বনাথের সাবেক মুহতামীম মাওলানা হাবীবুর রহমান ফারুক,জামিয়াতুল খায়ের সিলেটের শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুক্তাদির,শামীমাবাদ মাদরাসা,সিলেটের মুহতামীম মাওলানা শামীম আহমদ,শায়খুল ইসলাম জামিয়ার মুহতামীম মাওলানা সায়্যিদ সালিম ক্বাসিমী,ইক্বরা মাদরাসা ওসমানীনগরের পরিচালক মাওলানা ক্বাজী আমিন উদ্দীন,আমতৈল মাদরাসার মুহতামীম মুফতী ফারুক আহমদ,পাঠাকইন মাদরাসার মুহতামীম মুফতী লুৎফুর রহমান,সোবহানীঘাট মাদরাসার নাইবে মুহতামীম মাওলানা আহমদ সগীর,চান্দবরাং মাদরাসার মুহতামীম মাওলানা লুকমান আহমদ,চক কাসিমপুর মাদরাসার মুহতামীম মাওলানা খবির উদ্দীন,হেদায়াতুল ইসলাম সিলেটের মুহতামীম মুফতী মুতিউর রহমান,জামিয়া দ্বীনিয়া সিলেটের মুহতামীম মাওলানা এমাদ উদ্দীন সালিম,মাওলানা আব্দুস সালাম,মাওলানা সৈয়দ রশিদ আহমদ,মাওলানা মুতিউর রহমান শাষননবী,মাওলানা ইয়াহইয়া হামিদী প্রমূখ।
জামিয়ার মুহাদ্দীস মাওলানা সালিম আহমদ চৌধুরী ও শিক্ষক হাসান বিন ফাহিমের যৌথ পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী।