কুড়িগ্রাম জেলা আওয়ামিলীগের সভাপতি’র শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও কোরআান মাজিদ বিতরণ
1 min readএম আর মাহফুজ :: কুড়িগ্রামের উন্নয়নে রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন জননেতা মোঃ জাফর আলী, সাবেক এমপি, চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম ও সভাপতি জেলা আওয়ামীলীগ কুড়িগ্রাম এর শারীরিক সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সাকাল ৯.১৫ মিনিটে কৃষ্ণপুর কামারপাড়া হাফেজিয়া মাদ্রাসায়
কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল’র আয়োজনে অসহায় ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় তার নিজ উপস্থিতিতে দোয়া মাহফিল শেষে হাফেজ ছাত্রদের হাতে কোরআন শরীফ তুলে দেন। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্র বৃন্দরা। উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা আ’লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি জাফর আলী অসুস্থ হয়ে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আছেন।