আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো-বাইডেন
1 min read
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জোসেফ বাইডেন। অবশেষে পেনসিল্ভানিয়ার ২০টি ইলেক্টোরাল ভোটসহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পেয়ে জিতে গেলেন বাইডেন। তিনিই হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও ডেলাওয়ার এর সবচেয়ে বেশি সময় ধরে থাকা সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাইডেন।
আর এর সঙ্গে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন কমলা হ্যারিস। এমনকি এর আগে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কেউ এই পদে দায়িত্ব পালন করেননি।
বাইডেনের নির্বাচনী প্রচারণার মূল বিষয় ছিল- ট্রাম্পের আমলে জাতি হিসেবে বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের ব্যক্তিত্ব বা চরিত্রের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সেই আগের ব্যক্তিত্ব, বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের সেই অবস্থান ফিরিয়ে আনবেন বাইডেন।
একই সঙ্গে, ডোনাল্ড ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ১১তম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসতে নির্বাচন করে হেরে গেলেন। এর আগে ১৯৯২ সালে জর্জ ডব্লিউ বুশ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার চেষ্টা করলেও হেরে যান নির্বাচনে।