সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
1 min read
মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ফুড ভিলেজ হাইওয়ে হোটেলের সামনে শুক্রবার (৬ নভেম্বর ) দুপুর ১ টায় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে একটি আভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দিনাজপুর হতে ঢাকাগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন-২০-৪১৪০) এ তল্লাশি চালিয়ে টায়ার এর ভিতর থেকে ১৮৫ বোতল ফেন্সিডিল সহ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বিরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আল আমিন(২৪) নামের ১ জনকে আটক করেন । এ সময় তাদের নিকট থেকে ১টি মোবাইল, ১টি সিম, ও নগদ ১৩০০ টাকা,সহ উক্ত ট্রাকটি জব্দ করা হয়।পরে আটকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়।