কাকরদিয়া-তেরাদল ও দক্ষিণভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল
1 min readএম এবাদুর রহমান খান ;; ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাঃ’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ বাদ জুমা কাকরদিয়া মাইজভাগ মসজিদের সামনে বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে সর্বস্তরের তাওহীদি জনতা জড়ো হতে থাকে।
আল্লামা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্ব ও মাওঃ আব্দুল হামিদের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাওঃআব্দুল মতিন,সাবেক ইউ/পি চেয়ারম্যান শামসুদ্দিন খান,মাওঃ আসআদ উদ্দিন, জনাব ফখরুল ইসলাম,জনাব ফরিদুদ্দিন,তারেক আহমদ,সালেহ আহমদ,আনোয়ার হুসাইন সহ গ্রামের মুরব্বি ও যুবকরা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মেওয়া চত্বর ঘুরে আবার মসজিদের সামনে জড়ো হয়ে শায়খ জিয়ার দু’আর মাধ্যমে সমাপ্ত ঘোষণা হয়।