ঐক্যবদ্ধ যুবদলই আগামী গণতন্ত্র উদ্ধারের মূল হাতিয়ার; গোয়াইনঘাট যুবদলের সভায় বক্তারা
1 min readনিজস্ব প্রতিনিধি :: ঐক্যবদ্ধ যুবদলই পারে এদেশের গণতন্ত্ৰ উদ্ধারের মূল হাতিয়ার। কেননা যে জাতীর যুব সমাজ উদ্যমী সুসংগঠিত সে জাতী কখনও পিছিয়ে থাকতে পারেনা। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবকরাই মহানায়কের ভূমিকা পালন করছে আমরা আশাবাদী আগামীর গনতান্ত্রিক আন্দোলনে দেশের যুবসমাজকে সাথে নিয়ে আওয়ামী সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেবে যুবদল। আজ ৭ ই নভেম্বর রাত ৮ ঘঠিকায় গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তরা। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা গোলাম কুদ্দুস কামরুল এর পরিচালনায় যুবদল নেতা মনিরুল করিম মনির এর সভাপতিত্বে এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের অন্যতম নেতা আব্দুল মতিন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শাহেদ আহমদ মেম্বার, বক্তব্য রাখেন লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকারিয়া, লেঙ্গুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলীম উদ্দিন, যুবদলের অন্যতম নেতা আব্দুল মান্নান, বিএনপি নেতা মাহমুদ হাসান শেরগুল,যুবদল নেতা আমির উদ্দিন ,যুবদল নেতা মুশাররফ হোসেন, যুবদল নেতা আব্দুর রহমান,যুবদল নেতা জাকারিয়া আহমদ পাপলু,যুবদল নেতা কবির, যুবদল নেতা ফরিদ, ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন, প্রমূখ।