সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন সিলেট জেলার পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
1 min readনাযিম মাহমুদ :: সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন (STFF) সিলেট জেলা শাখার পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৬-ই নবেম্বর শুক্রবার বিকাল ৪ টার দিকে নগরীর দরগাহ গেইট এলাকার সিলেট প্রফেশনাল টেকনিক্যাল ইন্সটিটিউটের কমনরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি মো: ইমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সধারন সম্পাদক মাওলানা ছাইদুল ইসলাম এর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম চৌধুরী সাহিদ, শিক্ষা সম্পাদক জয় কাপালী, স্বাস্থ্য সম্পাদক রিদওয়ান আহমদ, নির্বাহী সদস্য মাহবুবুর রাহমান রায়হান, অফিস সম্পাদক জাকির হোসেন পারবেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন, সাংবাদিক মাওলানা নাযিম মাহমুদ, অর্থ সম্পাদক মুশতাক আহমদ,নির্বাহী সদস্য আব্দুল খালিক তাপাদার, সাংস্কৃতিক সৈয়দ এস এ মিটু, নির্বাহী সদস্য নূর হোসেন প্রমূখ
ফাউন্ডেশনের পরিচিত তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি মো: ইমরান হোসেন চৌধুরী বলেন- সামাজিক পরিবর্তন ও উন্নয়নের জন্য এই ফাউন্ডেশন বাংলাদেশের পথ শিশু, শিক্ষা, পলিবেশ, সাস্থ্য, সুবিধাবঞ্চিত ব্যক্তি, গোষ্ঠী এবং সম্প্রদায়ের সামাজিক উন্নয়ন এবং একীকরণের জন্য কাজ করবে। এই ফাউন্ডেশন আমাদের সমাজে ভালবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতার পরিবেশ তৈরি করতে সহায়তা করবে। শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকেই আমি এ ফাউন্ডেশনে যুক্ত হয়েছি। কারণ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে আমরা দায়বদ্ধ।
উল্লেখ্য সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ১ জুলাই ২০১৪। এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশন ভূক্ত সংগঠন। যার রেজিস্ট্রেশন নং S-12943
পরিশেষে প্রথম কার্যক্রম হিসেবে সকলের সর্বসম্মতিক্রমে শীত মৌসুম উপলক্ষে অসহায় শীতার্ত পরিবারে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।