মন্ত্রী ইমরান আহমদ সস্ত্রীক করোনা আক্রান্ত; গোয়াইনঘাট মডেল মসজিদে দোয়া
1 min readসীমান্ত ডেস্ক :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে তার কোনো জটিলতা নেই। মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের ৫ দিন আগেই করোনা শনাক্ত হন। তিনিও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। এদিকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীর সভাপতি মোহাম্মদ ইব্রাহিম অসুস্থ।
আজ ৬ নভেম্বর (শুক্রবার) তাদের আশু রোগমুক্তি কামনায় উপজেলা মডেল মসজিদে বাদ জুমআ মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। মোনাজাত করেন মডেল মসজিদের খতিব মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটী। এসময় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ তদের রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন।