দলইরগাঁও মাদ্রাসায় দলইরগাঁও প্রবাসী মানবকল্যাণ পরিষদের নগদ অর্থ প্রদান
1 min readজাহিদ হাসান এমাদ :: ৫ নভেম্বর (বৃহস্পতিবার) জামিয়া মানযারুল ইসলাম দারুল হাদীস দলইরগাঁও মাদ্রাসার এনামী জলসায় দলইরগাঁও প্রবাসী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সালেহ আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রইছ মিয়া,যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম।
এসময় তাদেরকে মাদ্রাসার পক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম মাওলানা সিকান্দার আলী (কাসীমি) এবং জামিয়ার নাজিমে তালিমাত হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
এসময় প্রবাসীদের শানে বক্তব্যে সিকন্দর আলী বলেন, প্রবাসীদের কথা মন গভীরে অনুধাবন করলে যা (intellection) উপলব্ধি হয়। আসলে ঐ রেমিটেন্স যোদ্ধা কারা বা প্রবাস জীবন কী? তাঁরা হলো, একাকিত্ব, আবেগ, কষ্ট, উদাসীনতা, নীরবতা কান্নার অপর নাম-ই প্রবাস জীবন। এই অনুভূতিগুলো ধারণ করাও আমাদের কারো পক্ষে সম্ভব না।
কারণ প্রবাস জীবনে প্রবাসীরাই এগুলো বেশি অনুভব করে।
প্রবাস মানে জীবনের সঙ্গে যুদ্ধ, শুধু অজানাকে জানার আর অচেনাকে চেনা নয়, জীবিকা ও জীবনের তাগিদে, সোনালি স্বপ্নের হাতছানিতে মানুষ প্রবাসী হয়। হাজার কষ্ট মেনে নিয়েও দেশে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চায় আমাদের এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা।
তার পরিপ্রেক্ষিতে বর্তমানে কঠিন পরিস্থিতিতে ও প্রবাসীরা সাধারণ মানুষের প্রতি ভ্রমবশত হয়ে পড়েননি বরং নিজেদের কঠিন অবস্থান থেকে মানব কল্যাণে আর্থিক সাহায্য থেকে নিয়ে যেকোনো কল্যাণকামী কাজে গভীর আগ্রহে আগুয়ান এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী পরিবারবর্গ।
পরিশেষে তিনি আরও বলেন, আমার শ্রদ্ধার শীর্ষে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী মানব কল্যাণকমী সকলের প্রতি অনুষঙ্গ
তাই শ্রমেই সফলতা, শ্রমেই সুখ, শ্রমই জীবন।
পরিশেষে তিনি বলেন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী মানব কল্যাণকামী সকলের প্রতি আমার এবং জামিয়ার প্রবণভূমি থেকে অসংখ্য প্রণয় ও শ্রদ্ধা জানাই।