কবিরহাটে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত গৃহবধু,আহত ৩
1 min read
মোহাম্মদ দেলোয়ার হোসেন ;; নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় সিএনজির আরো ৩ যাত্রী আহত হয়। নিহত শাহীন আক্তার (৪৫) কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের মো.বাবুলের স্ত্রী।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঠান বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, শুক্রবার বিকালে জেলা শহর মাইজদী থেকে কোম্পানীগঞ্জ গামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সিএনজির আরো ৩ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ সিএনজি ও হ্যান্ড ট্রাক্টরটি আটক করেছে।