আগামীকাল সিলেটে আসছেন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক রাহবর আল্লামা নূর হুসাইন কাসেমী
1 min readবিশ্বব্যাপী উলামায়ে হক্কানির শতবর্ষী প্লাটফর্ম,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবজাগরণের কর্ণধার,ভারতের মুফতী মাহমুদ হাসান গাংগুহী রহ. এর অন্যতম খলীফা ও মুসলিম উম্মাহর আধ্যাত্মিক রাহবর,পীর ও মুর্শিদ, শায়খুল হাদীস আল্লামা নূর হুসাইন কাসেমী দা.বা. আগামীকাল ৭ নভেম্বর (শনিবার) এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন।
হযরতের সফরসূচী
🔸সকাল ১০.০০ ঘটিকায় আলহাজ্ব নাদির খান রাহ. এর বাসায় পৌছিবেন।
🔸সকাল ১০.৩০ ঘটিকায় দরগাহে হযরত শাহজালাল রহ.র মাকবারায় আলহাজ্ব নাদির খান রাহ.এর কবর জিয়ারত করবেন,
🔸বেলা ১১.০০ঘটিকায় মানিকপীরের টিলায় মাওলানা শফিকুল হক আমকুনী রাহ.এর কবর জিয়ারত করবেন,
🔸দুপুর ১২.০০ঘটিকায় কাজির বাজার মাদ্রাসায় প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রাহ. র কবর জিয়ারত করবেন।
🔸বাদ জোহর থেকে বিশ্বনাথ উপজেলার জামেয়া মাদানিয়া বিশ্বনাথের ৭তলা নতুন শিক্ষাভবনের উদ্বোধন করবেন,
🔸বাদ মাগরিব সিলেটের বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইসলাহি বয়ান পেশ করবেন।
🔸রাত্রিযাপন করবেন শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ায়, রায়নগর দর্জিপাড়া,সিলেট।
🔸বাদ ফজর মেজরটিলার মুকিরপাড়ায় শায়খুল ইসলাম জামেয়ার স্হায়ী জায়গা পরিদর্শন ও দোয়া।হযরতের সফর মাকবুল ও মাবরুর হোক।
দেশ,জাতী ও তৌহিদী জনতা হেদায়তের রাজপথে প্রদর্শিত হোক।