‘হেফাযতের নামে মশাল’
1 min readমুত্র মুক্তি দিয়ে যারা হস্ত নাহি ধুয়,
তারাই শুনি প্রবিত্রতার;মুখে কথা কয়।
নাপাক হাতে মশাল জ্বেলে,
স্লোগান দেয় উচ্চ গলে।
ওরে ও বর্ণ চোরা
কি বলিস;জানিস তোরা?
জন্ম কি তোর রাস্তা-ঘাটে,
বন-বাদারে,পাটের ক্ষেতে?
জানিস কিরে;ওরে তুই,
শয়তানেই তুই যে সই?
হেফাযতের নামে তোরা,
স্লোগান দিস জোরা-জোরা।
ভিত্তি কি তোর আছে,
দেখ তো চেয়ে পাছে?
ভেবেছিস কি? দুর্নাম করে,
সুখ কুড়াবি তোদের ঘরে!
এই ভাবছিস তুই?
শয়তানেরই সই!
ওরে ও বর্ণ চোরা,
জেনে রাখিস ভবে তোরা।
প্রতিহিংসা ছড়ায় যারা,
শয়তানেরই চেলা তারা।
জন্ম তাদের পথে ঘাটে,
বন-বাদারে,পাটের ক্ষেতে।
প্রতিবাদের নতুন কন্ঠ
Abu Talha Tufayel