সিরাজগঞ্জের সদরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোবাইল কোর্টে ৭ জেলের জেল - Shimanterahban24
March 22, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

সিরাজগঞ্জের সদরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোবাইল কোর্টে ৭ জেলের জেল

1 min read
কারাগার

মোঃ মনিরুল ইসলাম ;; সিরাজগঞ্জের যমুনা নদীতে ৪ই নভেম্বর দুপুর ২ টা হতে রাত ৯ টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জন জেলেকে আটক করেন। এ সময় তাদের নিকট থেকে আনুমানিক ১ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেয়া হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন। উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের এসিল্যান্ড অফিস, মৎস্য দপ্তর ও আনসার ব্যাটিলিয়নের কর্মকর্তা ও কর্মচারীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.