সাপ্তাহিক সেমিনারে অংশ গ্রহণেই সফলতা; তাওহীদ ছাত্র সংসদে বক্তারা
1 min readএম,আতিকুর রহমান কামালী :: সিলেটের কিংবদন্তি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, জামিয়া দারুল কুরআন সিলেট এর আত-তাওহীদ ছাত্র সংসদের সাপ্তাহিক সেমিনার আজ ৫-১১-২০২০ইং বৃহস্পতিবার ১১:৩০ ঘটিকায় জামিয়ার ছাত্র সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আত তাওহীদ ছাত্র সংসদের মোহতারম সহ সভাপতি মাওলানা এরশাদ খাঁন আল হাবিব সাহেবের সভাপতিত্বে, জামিয়ার ছাত্র মো: মামুন খাঁন ও মো: শামীম আহমদের যৌথ পরিচালনায় ৫ম তম সাপ্তাহিক সেমিনারের শুরুতেই প্রবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন, হিফজ ৩য় বর্ষের ছাত্র মো: মিরাজ আহমদ, ইব: ৫ম বর্ষের ছাত্র শুহরাব আহমদ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি এহতেশামুল হক কাসেমী দা.বা. বিশেষ অতিথি মুফতি আজিজুল হক সাহেব, মুফতি আব্দুল্লাহ আল বাকী সাহেব,
তারানা পেশ করেন;
মখতাছার জামাতের ছাত্র মো: আশরাফুল ইসলাম, ও সরফ জামাতের ছাত্র মো: শফিউল্লাহ আল মাশউদ,
সিরাতে নববী ও প্রাচ্যবিদ গোষ্টি বিষয়ে বাংলা প্রবন্দ পরিবেশন করেছেন, কাফিয়া জামাতের ছাত্র আবুবকর সিদ্দিক,
সেমিনারে প্রধান আকর্ষনীয় বিষয় Facebook সম্পর্কে মোনাযারা!
তাতক্ষণিক মোনাযারার পক্ষ দলে ছিলেন।
এম, আতিকুর রহমান কামালী ( মিশকাত )
মো: মাসুম আহমদ ( দাওরা )
মো: হুমায়ূন কবির ( মিশকাত )
জিল্লুর রহমান ( জালালাইন )
বিপক্ষ দলে যারা ছিলেন:
মো: আমির হুসাইন ( দাওরা )
মো: ইমরান আহমদ ( মিশকাত ) মো: আব্দুল আলিম ( মিশকাত ) হাফিজ নাহিদুর রহমান ( মুখতাসার )
অতিথির বক্তব্যে বক্তারা বলেন, হার-জিত বড় কথা নয়, অংশগ্রহণই বড়।
তাৎক্ষণিক বিতর্কে এতো সুন্দর কথা বলতে পারছে দেখে অত্যন্ত অনন্দি হয়েছি।
রাব্বে কারিম যেন প্রিয় জামিয়াকে সফলতার স্বর্ণশিখরে পৌছিয়ে দেন, আমিন।