গোয়াইনঘাটের ৫নং পূর্ব ও ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী যারা - Shimanterahban24
March 28, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

গোয়াইনঘাটের ৫নং পূর্ব ও ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী যারা

1 min read

আবু তালহা তোফায়েল :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ও ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ইতোমধ্যে প্রার্থীদের দৌড়যাপ শুরু হয়ে গেছে। সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অবস্থান গড়ছেন।
গোয়াইনঘাটের এই দুই ইউনিয়ন যেহেতু পূর্বে এক ছিলো, চলতি বছরে (২০২০ সালে) এই ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বিভক্তির পর এই দুই ইউনিয়নের প্রথম নির্বাচন। তাই নতুন প্রার্থীদের মুখ দেখা যাচ্ছে। সকলেই নিজ নিজ অবস্থান থেকে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য ও যোগ্যতা রাখেন।

৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী প্রায় হাফ ডজন।
আলোচনায় যারা আছেন,

১। আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত। তিনি উপজেলা আওয়ামিলীগ নেতা এবং সাবেক ছাত্রনেতা, অবিভক্ত ৫নং আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং এলাকায় প্রায় ৩ যুগ থেকে কাজ করে আসছেন।
২। মোহাম্মদ নজরুল ইসলাম।তিনি গোয়াইনঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগে সভাপতি ও সাবেক ছাত্রনেতা। দীর্ঘদিন থেকে তার ইউনিয়নে কাজ করে যাচ্ছেন। তিনি পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আছেন, তাই এলাকায় একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে বলে গণ্য করা হয়।
৩। মাওলানা এবাদুর রহমান এবাদ। তিনি দারুস সালাম ও দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার ফাজেল ও ফুজালা পরিষদের সদস্য, সাবেক (ছাত্র জমিয়তের) ছাত্রনেতা এবং ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান। এই সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তিনি করে আসছেন।
৪। খলিক আহমদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা এবং বিগত নির্বাচনে দলীয় প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি তার এলাকায় বহুদিন থেকে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছেন।
৫। আলহাজ্ব আহমদ আলী। তিনি আহমদ আলী জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন দুর্যোগে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
৬। সাংবাদিক মঞ্জুর আহমদ। তিনি গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়াদিগন্ত ও সিলেটের ডাকের গোয়াইনঘাট প্রতিনিধি, দীর্ঘদিন থেকে সংবাদ জগতে তার বিচরণ, সাংবাদিক হিশেবে সর্বমহলে তার একটা সুখ্যাতি রয়েছে।

এদিকে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে যারা আলোচনায় রয়েছেন,
১। গোলাম কিবরিয়া হেলাল। অবিভক্ত ৫নং আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক। তিনি নৌকা প্রত্যাশী এবং নৌকা প্রতীক পাবেন বলে তিনি আশাবাদী।
২। গোলাম সারওয়ার সোহেল। তিনি অবিভক্ত ৫নং আলীরগাঁও ইউনিয়নের ২১ বছরের চেয়ারম্যান আব্দুস সামাদ (কুটি চেয়ারম্যান) এর বড় ছেলে এবং ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দলের মনোনয়ন প্রত্যাশি এবং দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করে আসছেন।
৩। আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ। তিনি আল-এহসান ইসলামী ঐক্য পরিষদ ও আবনায়ে মঈনুল ইসলাম পাঁচপাড়ার সাধারণ সম্পাদক, হিলফুল ফুজুল ইসলামী ঐক্য পরিষদের চেয়ারম্যান এবং আস-সালাম ফুজালা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা। তিনি এসব সামাজিক সংগঠনের ব্যানারে দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন দুর্যোগে ও উন্নয়নমূলক কার্যক্রম করে আসছেন।
৪। আব্দুস শুক্কুর। তিনি অবিভক্ত ৩নং ওয়ার্ডের মেম্বার এবং বর্তমান ৯নং ওয়ার্ডের মেম্বার।
৫। আবুল খয়ের। তিনি বর্তমান ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
৬। কবির আহমদ, ৭। মোয়াজ্জম হোসেন রিপন ও ৮। প্রভাষক এরশাদ আলী তারাও মাঠ চষে বেড়াচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.