বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামার ইন্তেকাল; বিভিন্ন মহলের শোক
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: বঙ্গবন্ধুর সাবেক প্রেস সেক্রেটারি, ১৯৭১সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর জনসংযোগ অফিসার, ঢাকা দক্ষিণ মোস্তফা আল্লামা গোল্ডকাপের প্রবর্তক, ঢাকা আবাহনী স্পর্টিং ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, জয় বাংলা পত্রিকার সাবেক সম্পাদক, সাংবাদিক মিশিগানে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারি বাজার ইউনিয়নের দেওলগ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ও ইন্নাইলাহি রাজিউন। জানা যায় যে তার কোনো সন্তানাদি নেই অর্থাৎ নিসন্তান অবস্থায় তিনি মারা যান।
মরহুমের শুভানুধ্যায়ী রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে থেকে জানা যায়, তিনি বিগত দিনে গণঅভ্যুত্থান, শিক্ষা আন্দোলন,১১ দফা আন্দোলন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধসহ প্রত্যেকটি আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
০১ নভেম্বর (রবিবার) বাদ এশা নুর মসজিদে নামাজে জানাজা সম্পন্ন হয় এবং সোমবার ডিয়ার বনস্থ গোলাপগঞ্জ কবরস্থানে সমাহিত করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেল পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, মিশিগানে বসবাসরত জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজ উদ্দীন, মিশিগান স্টেইট আওয়ামিলীগের সভাপতি ফারুক আহমেদ চান, সাধারণ সম্পাদক আবু আহমদ মুছাসহ নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল আমিন মানিক ও শফিকুল ইসলাম আহমদ, মিশিগান মহানগর আওয়ামিলীগের সভাপতি আব্দুস শাকুর মাখন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব ও নেতৃবৃন্দ, বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি আব্দুল আহাদ ও নেতৃবৃন্দ, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম)এর সভাপতি জাভেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী ও নেতৃবৃন্দ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি নুরুজ্জামান এখলাছ, সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি এন ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন সোলায়মান ও গোলাপগঞ্জ সমিতির সভাপতি হেলাল খানসহ মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।