জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে উখিয়ায় আনন্দ মিছিল
1 min readউখিয়া প্রতিনিধি ;; কক্সবাজার জেলা ছাত্রলীগের ১৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করায় উখিয়ায় ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া সদর স্টেশনে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক, ষ্টুডেন্ট কেবিনেট প্রধান ও উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে আনন্দ মিছিলোত্তর পথসভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সদস্য আবছার কামাল পাশা।
উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা ওমর খাঁন, মোস্তফা কামাল পাশা, ইকবাল বাহার, আব্দুল হক মেম্বার, খুরশিদা বেগম মেম্বার। রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আরমান খাঁন জয়, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেফায়েত হোসেন আরফাত প্রমুখ।
এ সময় বক্তারা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি/সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করেন। ১৪ সদস্যের কমিটির সদস্যরা হলো- সভাপতি সাদ্দাম হোসাইন, সহ-সভাপতি মোঃ মইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, নারিমা জাহান, সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আনদান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মোঃ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক।