জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পাইলগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত - Shimanterahban24
March 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পাইলগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

1 min read

আবুল হাসনাত শিহাব ;; জগন্নাথপুর উপজেলার ৯.নং পাইলগাঁও ইউনিয়ন শাখা’র সাধারন সভা আজ দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি.
শাখার সভাপতি মাওঃ বাহা উদ্দিন সাহেবে’র সভাপতিত্বে
” উপস্থিত বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন শাখার

সাধারন সম্পাদক
মাওঃ আলাউদ্দিন সাহেব,
যুগ্ম সাধারন সম্পাদক
মাওঃ বেলাল আহমদ,
সাংগঠনিক সম্পাদক
মাওঃ আশরাফুর রহমান,

যুব-জমিয়ত সভাপতি মাওঃ আশরাফ খানঁ।
ছাত্র-জমিয়ত সভাপতি- আবুল বাশার হামিদী।
প্রচার সম্পাদক মাওঃ নজরুল কবির আফতাব।
কৃষি-বিষয়ক সম্পাদক জনাব আবুল খাছ সাহেব।
আর উপস্থিত ছিলেন
মাওঃ হুসাইন আহমাদ,
মাওঃ মনছুরুল আলম,
মাওঃ হারুন আহমদ,
সিরাজুল ইসলাম প্রমুখ।

গৃহীত আলোচনা’র মধ্যমে আগামী আগামী 9 নবেম্বর রোজ’ সোমবার স্থান: জালালপুর মাদরাসা ছাত্র জমিয়তে’র কাউন্সিল নির্ধারন করা হয় পরিশেষে সভাপতি সাহেবের দুআ’র মাধ্যমে সভা সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.