ঘুুুুমধুুুমের কচুবনিয়ায় সড়কের উপর যানজট নিরসনে জনসচেনতামুুলক সভা অনুুষ্ঠিত
1 min readনিজস্ব সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কচুবনিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের অন্তর্ভূক্ত, বালুখালী,কুতুপালং,ঘুমধুম শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সড়কের উপর যানজট নিরসনের প্রতিকার ও দূর্ঘটনা রোধে করনীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ নভেম্বর)সকাল ১১ টায় ফেডারেশনভুক্ত শ্রমিক ইউনিয়ন কচুবনিয়াস্থ কার্যালয়ে বালুখালী,কুতুপালং,ঘুমধুম শ্রমিক ইউনিয়নের পরিচালনা কমিটির সভাপতি হেমলাল বড়ুয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ট্রাক-মিনিট্রাক মালিক-শ্রমিক যৌথ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল্লাহ , জেলা শ্রমিক নেতা জালাল উদ্দিন, রাজাপালং ইউয়িনের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সংগঠনের প্রধান (উপদেষ্টা বালুখালী, কুতুপালং, ঘুমধুম শ্রমিক ইউনিয়নের কুতুপালং শাখা) ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বালুখালী,কুতুপালং,ঘুমধুম শ্রমিক ইউনিয়নের পরিচালনা কমিটির সহ-সভাপতি শহর মুল্লক, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ আলম, অর্থ সম্পাদক মোঃ আলী, সাংগঠনিক সম্পাদক টুলু বড়ুয়া, প্রচার সম্পাদক নুরুল আমিন (পুতু), সংবাদকর্মী নুর মোহাম্মদ সিকদার, বালুখালী,কুতুপালং,ঘুমধুম শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভায় অতিথিরা বক্তব্যে বলেছেন,সড়কের যানজট নিরসন কল্পে সকল মালিক- শ্রমিকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে।তাহলে অনেকটা জন দূ্র্ভোগ লাগব হবে। তাই ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোর আহবান জানিয়েছেন।