কানাইঘাটের দনা বাজারে ফ্রান্স বিরোধী সর্বদলীয় সমাবেশ; ফ্রান্সের সকল পণ্য বয়কটের দাবি
1 min readমীম সালমান :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সর্বদলীয় ঈমান বাঁচাও আন্দোলন দনা বাজারের ডাকে এক প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। গতকাল দুপুর ২ টা থেকে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের অন্তর্গত দনা বাজারে এ প্রতিবাদ সমাবেশ পালিত হয়। প্রবীন আলেমে দ্বীন মাওঃ আব্দুল মুসাব্বির সাহেবের সভাপতিত্বে এবং সর্বদলীয় ঈমান বাঁচাও আন্দোলনের আহবায়ক মাওঃ নিজাম উদ্দিন ও মাওঃ ইলিয়াস আহমদ দ্বয়ের যৌথ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাঃ জাহেদ আহমদ, এবং ইসলামি সঙ্গীত পরিবেশনা করেন হাঃ মতিউর রহমান মল্লিক ও জুনাইদ হাবিব সহ শিল্পী বৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওঃ ফয়যুল হাসান খাদিমানী ও আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় নেতা হাঃ মাওঃ ফারুক আহমদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জমিয়ত নেতা মুফতি ইবাদুর রহমান ও কানাইঘাট আনজুমানে আল ইসলাহর নেতা মাওঃ ইয়াহিয়া চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা ফখর উদ্দিন চৌধুরী, জমিয়ত নেতা মাওঃ আব্দুল খালিক, আওয়ামীলীগ নেতা শামসুল ইসলাম ইউপি সদস্য, আল ইসলাহ নেতা হাঃ জামাল আহমদ,যুবলীগ নেতা ফখরুল ইসলাম, জমিয়ত নেতা মাওঃ আব্দুশ শহিদ, আল ইসলাহ নেতা মাওঃ হুসাইন আহমদ কামরান, মাওঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রার্থী জনাব ফয়সাল আলম, মাওঃ সালিম আহমদ, কেন্দ্রীয় ছাত্র জমিয়ত নেতা মীম সালমান, মাওঃ আব্দুর রহিম, আহমদ নাঈম চৌধুরী, ইউপি ছাত্র জমিয়ত সভাপতি রাসেল আল হাদী, হাঃ মাওঃ হুসন আহমদ, ক্বারী কামিল আহমদ কামরান, রেদোয়ান আহমদ সুমন, পারভেজ আহমদ ইমন, হাবিবুর রহমান শিব্বির, মাওঃ রুহুল আমীন, নাঈমুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মুক্ত স্বাধীনতার নামে ফ্রান্স সরকার আমাদের নবীজি সা. এর ইজ্জতে আঘাত করে যে কাজ করেছে, তার বিরুদ্ধে রুখে দাড়ানো হচ্ছে আমাদের ঈমানী দায়িত্ব। ফ্রান্স সরকার রাসু্ল সা.কে অপমান করে বিশ্ব মুসলমানের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে, সাথে সাথে তারা প্রমান করেছে তারা একটি অসভ্য সম্প্রদায়। মুসলমান হিসেবে আমরা কখনো রাসুলের অবমাননা সহ্য করবো না, দরকার হলে আমারও জীবন দিতে প্রস্তুত আছি। বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত ফ্রান্সের বিরুদ্ধে একটি শব্দ ব্যবহার করেনি বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বক্তারা দাবী করেন অভিলম্বে রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কট ও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের কুলাঙ্গার সরকার মুসলিম বিশ্বের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে নিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। পরিশেষে মাওঃ আব্দুল মুসাব্বির সাহেবের দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।