সিরাজগঞ্জের কাজিপুরে জেলাহত্যা দিবস পালিত - Shimanterahban24
March 27, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

সিরাজগঞ্জের কাজিপুরে জেলাহত্যা দিবস পালিত

1 min read

মোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।

জাতীয় জেলহত্যা দিবস ৩ নভেম্বর শহীদ এম মনসুর আলীর কাজিপুরে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালিত হয়েছে।দিনটি উপলক্ষে কাজিপুর উপজেলা প্রসাশন, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এছাড়াও বাংলাদেশ আওয়াামী লীগ কাজিপুর শাখা কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে শহীদদের কর্মময় জীবনের আদর্শ, ত্যাগ ও অবদানসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে।উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ এম মনসুর আলীর পৌত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.