যীশুকে খুঁজতে গিয়ে মুহাম্মাদ (সা.) কে খুঁজে পেয়েছি: ব্রিটিশ সাংবাদিক
1 min readআমি যীশুকে খুঁজতে গিয়ে মুহাম্মাদ (সাঃ) কে খুঁজে পেয়েছি উক্তিটি ব্রিটিশ এক সাংবাদিক লরেনের। সারা জেন বুথ যিনি লরেন বুথ নামে পরিচিত হচ্ছেন একজন ইংরেজি সম্প্রচারক সাংবাদিক এবং সক্রিয়তাবাদী ব্যক্তি।
সারাহ জানে বুথ অর্থাৎ লরেন বুথ লন্ডনে ১৯৬৭ সালের ২২ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী। তিনি লন্ডন একাডেমি অফ পারফর্মিং আর্টসে অভিনেত্রী হিসাবে প্রশিক্ষণ নিয়ে পরে বিভিন্ন আঞ্চলিক থিয়েটার সংস্থার সাথে বেশ কয়েক বছর ইউরোপ ভ্রমণ করেন।
লরেন বুথ ২০১০ ই রনেরর ‘কুম’ শহরে ফাতিমা আল মাসুমেহ’র স্মৃতিচিহ্ন পরিদর্শনের পর ব্রিটেনে ফিরে ধর্মান্তরিত হবার সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০১০ সালে বুথ ফিলিস্তিন সফরের কয়েক বছর পরে ইসলাম গ্রহণ করেন এবং বর্তমানে তিনি একজন অনুশীলনকারী মুসলিম।
তার আত্মজীবনী ভিত্তিক বই ‘ফাইন্ডিং পিস ইন দ্য হলি ল্যান্ড’ এ তিনি তার জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যিশুর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলিনি বরং ফিলিস্তিন সফরের সময় তা অনেক বৃদ্ধি পেয়েছে” ।
তিনি আরও বলেন, “আমি সেখানে যীশুকে খুঁজতে গিয়েছি কিন্তু মানুষের আচরণের মধ্যে আমি মোহাম্মদ (সঃ) কে খুজে পেয়েছি।