মহেশখালীতে জাল শিক্ষা সনদে মুন্সি-কার্ড বাতিলের দাবী
1 min readবিশেষ প্রতিনিধি, কক্সবাজার :: মহেশখালীতে জাল শিক্ষা সনদ দিয়ে আইনজীবি সহকারী কার্ড নিয়ে মুন্সি পেশা চালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে। মহেশখালী চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভূয়া শিক্ষা সনদ দিয়ে মুন্সি পেশায় নিয়োজিত ব্যক্তির নাম নছর উল্লাহ।
মোঃ নছর উল্লাহ কুতুবজোম পশ্চিম পাড়া বটতলী গ্রামের মৃত আবু ছৈয়দের পুত্র দীর্ঘ দিন আইনজীবি সহকারী নিয়োজিত থাকার পর অবশেষে মহেশখালী উপজেলা এডভোকেট ক্লার্ক সমিতির মহেশখালী শাখার সদস্যরা। তার সদস্য কার্ড এর সঠিকতা যাচাই করে জেলা আইনজীবি সমিতি বরাবরে যাচাই বাচাই করার আবেদন করে।
২০১৫ সাল থেকে মোঃ নছর উল্লার নামে ৭৭৭নং কার্ড ইস্যু করা হয়। মোঃ নছর উল্লাহ ২০০৮ সালে মহেশখালী আইল্যান্ড হাই স্কুল হতে বানিজ্য বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩.২৫ পয়েন্ট মার্ক অর্জন করে মর্মে একটি শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করেন। এ বিষয়ে মহেশখালী উপজেলা আইনজীবি সহকারী (ক্লার্ক) সমিতি মহেশখালী শাখার সাধারণ সম্পাদক নেজামুল করিম মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বরাবরে শিক্ষা সনদের সঠিকতা যাচাই করতে তথ্য অধিকার আইনে ১টি আবেদন করেন। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ শে অক্টোর-২০২০ তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল করিমের স্বাক্ষরিত আদেশে জানান আবেদনের বর্ণিত ব্যক্তি মোঃ নছর উল্লাহ নামে ২০০৮ সালে অত্র স্কুল থেকে কোন ছাত্র পরীক্ষায় অংশ গ্রহণ করেনি এবং প্রদত্ত সনদে উল্লেখিত রোল ও রেজিঃ নং স্কুল নথিতে উল্লেখ নেই।
এদিকে মোঃ নছর উল্লাহ’র ভূয়া শিক্ষা সনদ দিয়ে হাতিয়ে নেওয়া কার্ডটি আরো তদন্তপূর্বক বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন মহেশখালী উপজেলা আইনজীবি সহকারী (ক্লার্ক) সমিতির সদস্যরা।