ফ্রান্সে মহানবী ( সাঃ) এর ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় মুসুল্লিদের বিক্ষোভ
1 min readমোঃ মনিরুল ইসলাম ;; ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরীর প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্তর এলাকার গোলকপুর জামে মসজিদ চত্বর থেকে মঙ্গলবার ৩রা নভেম্বর বাদ আসর বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলে অত্র অঞ্চলের সহস্রাধিক মুসুল্লি অংশগ্রহন করে। মিছিলটি গোলকপুর জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে হাটিকুমরুল গোলচত্তরের চারপাশে ঢাকা রোড,বগুড়া রোড,রাজশাহী রোড,পাবনা রোড প্রদিক্ষন শেষে হাজী ইমান আলী কমপ্লেক্সের সামনে সমাবেশ করে।মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইসলামী সমাজ কল্যান পরিষদের সভাপতি ইয়াকুব আলী আমানত, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোফাসসির আব্দুল কুদ্দুস সিদ্দিকি,মাওলানা আলাউদ্দিন বিন সাইদ, সাংবাদিক কারিকুল ইসলাম সুমন,ফখ্রুল হাসান ঝন্টু,বিষিষ্ট দলিল লেখক মোস্তাফিজুর রহমান সহ অনেকে।এসময় বক্তারা মুসলমানদের কলিজার টুকরো হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাঙ্গালী মুসলমানদের ঈমানী দাবী ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। ফ্রান্স সরকার সহ ইসলাম বিরোধীদের হুশিয়ার করে বলেন, প্রয়োজনে মুসলমানরা তাদের নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিয়ে দিবে। তবুও নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা।এজন্য মত ও পথ ভুলে সকল নবী প্রেমি উম্মতদের ঐক্যবদ্ধ হওয়ার ও সকল ফ্রান্সের পন্য বয়কটের আহ্বান জানান।